স্বামীকে কিছুতেই মাস্ক পরতে দেন না স্ত্রী, অতঃপর…

আন্তর্জাতিক লীড

স্বদেশবাণী ডেস্ক: ভারতের দিল্লি গেটের কাছে পুলিশ খেয়াল করল একটি গাড়ি দাঁড়িয়ে আছে। সামনে গিয়ে তারা দেখল আরোহীদের কারও মুখে মাস্ক নেই। কোভিড প্রোটোকল না মানার অভিযোগে পুলিশ সঙ্গে সঙ্গে তাঁদের জরিমানার রসিদ ধরিয়ে দেয়। তখনই পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করেন তাঁরা। পুলিশ তাঁদের গ্রেফতার করে নিয়ে যায় থানায়।

ঘটনাটি ঘটেছে দিল্লীর এক দম্পতির সঙ্গে। পুলিশ সূত্রে জানা গেছে, দিল্লী গেট সংলগ্ন দরিয়াগঞ্জে পঙ্কজ দত্ত এবং তাঁর স্ত্রী আভা গুপ্তা গাড়িতে মাস্কবিহীন বসেছিলেন। তখনই পুলিশ তাঁদের ধরে।

পঙ্কজ একটি সেলস কোম্পানিতে কাজ করেন। আভা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু কেন তাঁদের মতো এক দম্পতি এরকম ভুল করলেন?

পুলিশের সঙ্গে কথা বলতে গিয়ে পঙ্কজ জানান, তাঁর স্ত্রী তাঁকে মাস্ক পরতে দেন না। তবে তিনি একা যখনই বেরোন মাস্ক পরেন। কিন্তু স্ত্রী সঙ্গে থাকলে কোনও ভাবেই তিনি পঙ্কজকে মাস্ক পরতে দেন না। কেননা আভা মনে করেন, একমাত্র পাবলিক প্লেসেই মাস্ক পরা উচিত।

তবে দম্পতির কোনও ওজরেই কান দেয়নি পুলিশ। কেননা, দিল্লিতে এই মুহূর্তে কোভিড-পরিস্থিতি খুবই সঙ্কটজনক। এবং কড়াভাবে সুরক্ষাবিধি মানার উপরে জোর দেওয়া হচ্ছে। সূত্র- জিনিউজ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *