ভারতের জন্য চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে ব্রিটেন

আন্তর্জাতিক

স্বদেশবাণী ডেস্ক: তিন লাখের নিচে নামছেনা ভারতে করোন সংক্রমণ। প্রতিদিন মারা যাচ্ছে শত শত মানুষ। করোনার দ্বিতীয় ঢেউয়ে পুরোপুরি বিপর্যস্ত ভারত। রূপ বদলে সংক্রমণ ও প্রাণহানির ক্ষমতা আরো বাড়িয়েছে ভাইরাসটি। বিদ্যমান পরিস্থিতিতে ভারতের পাশে দাঁড়ানোর ঘোষণা দেয় ব্রিটেনসহ অন্য অনেক দেশ।

সেই অনুযায়ী, ব্রিটেনের পাঠানো চিকিৎসা সহায়তার প্রথম চালান পৌঁছেছে দেশটির রাজধানী নয়াদিল্লিতে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার (২৭ এপ্রিল) ভোরে ব্রিটেন থেকে জরুরি চিকিৎসা সহায়তা নিয়ে একটি পণ্যবাহী বিমান ভারতে পৌঁছায়। এতে ১০০টি ভেন্টিলেটর, ৯৫টি অক্সিজেন কনসেনট্রেটরসহ অন্যান্য চিকিৎসা সরঞ্জাম রয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী টুইটারে বিমান থেকে সরঞ্জাম নামানোর ছবি প্রকাশ করে বলেছেন, ‘সক্রিয় রয়েছে আন্তর্জাতিক সহযোগিতা’।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *