জাতীয় স্বার্থ রক্ষায় সর্বশক্তি নিয়োগ করবে মস্কো : পুতিন

আন্তর্জাতিক লীড

স্বদেশবাণী ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, জাতীয় স্বার্থ এবং জনগণের নিরাপত্তা রক্ষার জন্য সর্বশক্তি নিয়োগ করবে মস্কো। একই সাথে আন্তর্জাতিক আইন রক্ষায় তার দেশ ভূমিকা রাখবে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৭৬তম বিজয় বার্ষিকী উপলক্ষে মস্কোর জাতীয় প্যারেড অনুষ্ঠিত বিশাল সেনা সমাবেশে দেয়া বক্তৃতায় প্রেসিডেন্ট পুতিন একথা বলেন। রোববার সমাবেশে রাশিয়ার হাজার হাজার সেনা অংশ নেন।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে জানাচ্ছে, সমাবেশে ১২ হাজার সেনা, ১৯১টি সামরিক ইকুইপমেন্ট ইউনিট এবং ৭৬টি বিমান ও হেলিকপ্টার অংশ নেয়।

এ বছরের বিজয় বার্ষিকী উপলক্ষে রাশিয়ার এই নো সমাবেশ এমন সময় অনুষ্ঠিত হলো যখন ইউক্রেনসহ বেশ কয়েকটি ইস্যুতে পাশ্চাত্যের সঙ্গে রাশিয়ার প্রচণ্ড রকমের সামরিক উত্তেজনা চলছে।
সূত্র : পার্সটুডে

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *