বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ৩৩ লাখ ছুঁইছুঁই

আন্তর্জাতিক লীড

স্বদেশবাণী ডেস্ক:  করোনা ভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত বিশ্ব। ভারতসহ বিভিন্ন দেশে বেড়েছে সংক্রমণ ও মৃত্যু। এখন পর্যন্ত বিশ্বে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা ৩৩ লাখ ৩১ হাজার ছাড়িয়েছে। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৬ কোটি ছাড়িয়েছে।

গত একদিনে বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ হাজার ৪৪৪ জনের। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ১০ হাজার ১২২ জন।

আন্তর্জাতিক পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারসের তথ্য অনুযায়ী, বুধবার (১২ মে) বাংলাদেশ সময় সকাল ৯টা পর্যন্ত করোনায় মারা গেছেন ৩৩ লাখ ৩১ হাজার ১২৭ জন। ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ৩ লাখ ২২ হাজার ৮০৬ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ কোটি ৯০ লাখ ৩৩ হাজার ৮৭৯ জন।

বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৫ লাখ ৯৬ হাজার ৯৪৬ জনের প্রাণ নিয়েছে করোনা। এছাড়া সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৫ লাখ ৫০ হাজার ১১৫ জনের দেহে।

যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ভারত। এশিয়ার মধ্যেও করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশটি। ভারতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ২ কোটি ৩৩ লাখ ৪০ হাজার ৪২৬ জন। মারা গেছেন ২ লাখ ৫৪ হাজার ২২৫ জন।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫২ লাখ ৮৫ হাজার ৪৮ জন। তাদের মধ্যে মারা গেছেন ৪ লাখ ২৫ হাজার ৭১১ জন।

করোনা ভাইরাস শনাক্তের তালিকায় চারে ইউরোপের দেশ ফ্রান্স। করোনা শনাক্তে তালিকায় পঞ্চম স্থানে রয়েছে তুরস্ক। আর তালিকার ৩৩তম অবস্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ বাংলাদেশ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *