ঘূর্ণিঝড় সতর্কতা, মুম্বাই বিমানবন্দর বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক লীড

স্বদেশবাণী ডেস্ক: ঘূর্ণিঝড় সতর্কতার প্রেক্ষিতে মুম্বাইয়ের বেসরকারি ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরকে (সিএসএমআইএ) সোমবার সকাল ১১টা থেকে এর কার্যক্রম বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। খবর পিটিআই-এর।

সিএসএমআইএ এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “মুম্বাই বিমানবন্দরে পরিচালিত কার্যক্রম ১৭ মে স্থানীয় সময় সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বন্ধ রাখতে হবে।” তবে নির্ধারিত সময় পার হলেও এখনও এর কার্যক্রম স্থগিত রেখেছে কর্তৃপক্ষ।

ঘূর্ণিঝড় তাউকটয়ের প্রভাবে মুম্বাইয়ে কমলা সতর্কতা জারি করেছে ইন্ডিয়ান আবহাওয়া অধিদফতর (আইএমডি)। আজ সোমবার তীব্র ঘূর্ণিঝড় তাউকটয় মুম্বাই উপকূলের কাছাকাছি আঘাত হানার সম্ভাবনা থাকায় প্রবল বাতাসের সাথে বিভিন্ন জায়গায় খুব ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *