‘স্টুপিড অ্যালোপাথি’ মন্তব্যের পর ক্ষমা চাইলেন রামদেব

আন্তর্জাতিক লীড

স্বদেশবাণী ডেস্ক: কড়া সমালোচনার মুখে পড়ে অবশেষে ক্ষমা চাইলেন রামদেব। সম্প্রতি এক অনুষ্ঠানে ভারতের এই যোগগুরু মন্তব্য করে বসেন, করোনায় লাখ লাখ মানুষ মারা গিয়েছেন স্টুপিড অ্যালোপাথির জন্য। এসময় চিকিৎসা পদ্ধতিকে ‘ভুয়ো’ বলে দাবি করেন তিনি।

আর এরপরই চিকিৎসক সংগঠনের রোষের মুখে পড়েন রামদেব। চটে যায় ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনও (IMA)। আইনি নোটিশ পাঠিয়ে রামদেবকে ক্ষমা চাইতে বলা হয়।

রোববার (২৩ মে) রামদেবের মন্তব্যকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ বলে সেই মন্তব্য ফিরিয়ে নেওয়ার অনুরোধে চিঠি লেখেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। আর এরপরই টুইটারে ক্ষমা চান যোগগুরু। টুইটে তিনি লেখেন, ‘মাননীয় হর্ষবর্ধনবাবু, আপনার চিঠি আমি পেয়েছি। আপনার অনুরোধকে মান্যতা দিয়েই আমি আমার সমস্ত মন্তব্য ফিরিয়ে নিচ্ছি।’

স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনকে একটি চিঠিও দেন রামদেব। হিন্দি ভাষার ওই চিঠিতে লেখেন, ‘আধুনিক চিকিৎসাবিজ্ঞান এবং অ্যালোপ্যাথির বিরোধিতা আমরা করিনা। রোগীকে মৃত্যুর মুখ থেকে বাঁচাতে, সার্জারিতে অনেক দিশা দেখিয়েছে অ্যালোপ্যাথি। আমার কথোপকথন আসলে ভলান্টিয়ারদের সঙ্গে এক বৈঠকে হোয়াটসঅ্যাপ মেসেজের অংশ। কারও ব্যক্তিগত আঘাত লাগলে আমি দুঃখিত।’

এরপর রামদেবের চিঠি পেয়ে টুইটারে স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন বলেন, বেফাঁস মন্তব্য ফিরিয়ে নেওয়া আসলে রামদেবের পরিণত মনস্কেরই পরিচয় দেয়। তিনি উল্লেখ করেন, কোভিডের বিরুদ্ধে ভারত কীভাবে লড়াই করছে, তা আমাদের দেখিয়ে দিতেই হবে। আমাদের জয় নিশ্চিত।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *