ইসরাইল নিয়ে কাতারের নীতিতে পরিবর্তন আসবে না: পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক

স্বদেশবাণী ডেস্ক: কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ বিন আব্দুর রহমান আলে-সানি বলেছেন, যুদ্ধবিরতি সত্ত্বেও আল-আকসা মসজিদের বিরুদ্ধে হুদিবাদী ইসরাইলের উসকানিমূলক তৎপরতা অব্যাহত রয়েছে।

শুক্রবার (২৮ মে) দোহায় আলে-সানি বলেছেন, ইসরাইল ফিলিস্তিনিদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনায় বসতে চায়- অন্তত এমন কোনো আভাস এখন পর্যন্ত পাওয়া যায়নি।

আলে-সানি বলেন, যতদিন সকল ফিলিস্তিনিকে সন্তুষ্ট করে এমন কোনো পদক্ষেপ নিতে তেল আবিব ব্যর্থ হবে ততদিন ফিলিস্তিন প্রসঙ্গে কাতারের নীতিতে পরিবর্তন আসবে না। কাতার কোনোদিন ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে কোনোকরম কূটনৈতিক বা বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করবে না।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক গাজা যুদ্ধে অস্ত্রিবিরতি প্রতিষ্ঠার ঘটনায় তার দেশের মধ্যস্থতার কথা উল্লেখ করে বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সংকট সমাধানেও মধ্যস্থতা করতে রাজি দোহা। তিনি বলেন, কাতার একটি সমঝোতায় পৌঁছাতে ওয়াশিংটন ও তেহরানকে উৎসাহ দিয়ে যাচ্ছে।

গত ১০ মে থেকে ইসরাইল টানা ‌১২ দিন ধরে অবরুদ্ধ গাজা উপত্যকার বেসামরিক অবস্থানগুলোতে ভয়াবহ বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে ৬৯ শিশুসহ অন্তত ২৬০ ফিলিস্তিনি মৃত্যুবরণ করেন এবং আহত হন আরো প্রায় দুই হাজার ফিলিস্তিনি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *