৩৫ দিন পর ভারতে মৃত্যু নামল ৩ হাজারের নীচে

আন্তর্জাতিক

স্বদেশবাণী ডেস্ক: ভারতে দৈনিক সংক্রমণ কমার পাশাপাশি মৃত্যুও কমছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ২ হাজার ৭৯৫ জনের। ২৭ এপ্রিলের পর মঙ্গলবার প্রথমবার সে দেশের দৈনিক মৃত্যু ৩ হাজারের নীচে নামল। গত বছর থেকে এখনও পর্যন্ত করোনাভাইরাস প্রাণ কেড়েছে ৩ লক্ষ ৩১ হাজার ৮৯৫ জনের।

এদিকে ৫১ দিন পর দেশটিতে দৈনিক আক্রান্তের সংখ্যা দেড় লক্ষের নীচে নামল। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ১ লক্ষ ২৭ হাজার ৫১০ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ভারতে মোট আক্রান্তের সংখ্যা হল ২ কোটি ৮১ লক্ষ ৭৫ হাজার ৪৪ জন।

দৈনিক সংক্রমণ কম এবং দৈনিক সুস্থ বেশি হওয়ার জেরে দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা কমছে। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী কমেছে ১ লক্ষ ৩০ হাজারেরও বেশি। আপাতত সক্রিয় রোগী রয়েছেন ১৮ লক্ষ ৯৫ হাজার জন।

রাজ্যে রাজ্যে আক্রান্ত কম হতেই ভারতে দৈনিক আক্রান্ত কমতে শুরু করেছে। মহারাষ্ট্রের দৈনিক আক্রান্ত নেমেছে ১৫ হাজারের ঘরে। কর্নাটক এবং কেরলেও তা যথাক্রমে ১৬ হাজার ৬০৪ এবং ১২ হাজার ৩০০ জন। গত দু’দিন ধরে তামিলনাড়ুর দৈনিক সংক্রমণও ৩০ হাজারের নীচে থাকছে। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৯৩৬ জন। অন্ধ্রপ্রদেশে আক্রান্ত নেমেছে ৭ হাজারের ঘরে। পশ্চিমবঙ্গে তা ১০ হাজারের ঘরে। ওড়িশাতেও দৈনিক সংক্রমণ হচ্ছে ১০ হাজারের কম। অসমে তা সাড়ে ৩ হাজারের কম এবং পঞ্জাবে তা আড়াই হাজারের আশপাশে। এ ছাড়া উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাত, মধ্যপ্রদেশে, তেলঙ্গানা, বিহার, হরিয়ানার মতো রাজ্যে দৈনিক আক্রান্ত ২ হাজারে নীচে নেমেছে। দিল্লি, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশে ১ হাজারের কম মানুষ আক্রান্ত হচ্ছেন গত কয়েক দিন ধরেই।
সূত্র : আনন্দবাজার

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *