মারা গেলেন ৩৯ স্ত্রী, ৯৪ সন্তানের জনক

আন্তর্জাতিক লীড

স্বদেশবাণী ডেস্ক: বিশ্বের বৃহত্তম পরিবারের কর্তা জিয়ংহাকা ওরফে জিয়ন ৭৬ বছর বয়সে মারা গেছেন। ভারতের মিজোরামের এই বৃদ্ধ রোববার রাতে আইজলের এক হাসপাতালে মারা যান। মৃত্যু কালে তিনি ৩৯ স্ত্রী, ৯৪ সন্তান ও ৩৩ নাতি-নাতনি রেখে যান।

ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে হাসপাতালের চিকিৎসক লালরিনথুয়াংগা জাহাউ জানান, ‘জিয়নের ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের সমস্যা ছিল। ৩ দিন ধরে বাকতাওয়াং গ্রামের বাড়িতেই চিকিৎসা চলছিল তার। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। আনার কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়।’

বাকতাওয়াং গ্রামে একটি চারতলা বাড়িতে পরিবারের সবাইকে নিয়ে থাকতেন জিয়ন। তার বাড়ি ইতিমধ্যে পর্যটকদের কাছে একটা আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে। ২০১১ ও ২০১৩ সালে জনপ্রিয় পত্রিকা ‘রিপ্লে’জ বিলিভ ইট অর নট’-এ স্থান পেয়েছিল এই পরিবার।

জিয়নের মৃত্যুর পরে শোক প্রকাশ করেছেন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাংগা, রাজ্যের কংগ্রেস সভাপতি লাল থানহাওলা, জোরাম পিপলস মুভমেন্টের নেতা লালদুহোমা প্রমুখ।

মুখ্যমন্ত্রী টুইটে লেখেন, ‘বিশ্বের বৃহত্তম পরিবারের কর্তা জিয়নকে বিদায় জানাচ্ছে মিজোরাম। শান্তিতে থাকুন।’

সূত্র: আনন্দবাজার

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *