কাশ্মীরিদের ভাগ্য নির্ধারণের অধিকার দিতে হবে: ইমরান খান

আন্তর্জাতিক

স্বদেশ বাণী ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের জনগণকে তাদের নিজেদের ভাগ্য নির্ধারণের অধিকার দিতে হবে।

প্রতিরক্ষা দিবস উপলক্ষ্যে দেওয়া এক বার্তায় ইমরান খান সোমবার এ কথা বলেন। খবর দ্য ডনের।

তিনি বলেন, কাশ্মীরি জনগণের ভাগ্য নির্ধারণের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যেসব প্রস্তাব পাস হয়েছে তা কার্যকর করার বাধ্যবাধকতা রয়েছে দিল্লির।

ইমরান খান বলেন, আমরা আমাদের পক্ষ থেকে যা করার তা করে যাব। ১৯৬৫ সালে ৬ সেপ্টেম্বর ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ শুরুর দিনটির স্মরণে পাক সরকার এই দিন প্রতিরক্ষা দিবস পালন করছে।

ইমরান খান বলেন, পাকিস্তান সৃষ্টির পর থেকে কখনও ভারত শান্তিপূর্ণ সহাবস্থানের বিষয়টি মেনে নেয়নি। কিন্তু পাকিস্তান বরাবরই শান্তি প্রতিষ্ঠার পক্ষে কাজ করে যাচ্ছে বলে তিনি দাবি করেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *