পশ্চিমারা হতাশ, চীন ও রাশিয়া আশাবাদী

আন্তর্জাতিক

স্বদেশ বাণী ডেস্ক: প্রতিশ্রুতি না রেখে তালেবান কট্টরপন্থী ও সন্ত্রাসী তালিকায় থাকা নেতাদের নিয়ে মন্ত্রিসভা গঠন করায় উদ্বেগ জানিয়েছে পশ্চিমা বিশ্ব। অপরদিকে তালেবান সরকারের সঙ্গে সামনে এগিয়ে যাওয়ার আশাবাদ জানিয়েছে চীন, রাশিয়া, পাকিস্তানসহ কয়েকটি দেশ।

এদিকে মঙ্গলবার আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে তালেবানবিরোধী বিক্ষোভে তিনজন নিহত হয়েছেন। বিভিন্ন শহরে ধারাবাহিক বিক্ষোভের মুখে তালেবানের পক্ষ থেকে প্রতিবাদ বিষয়ে আইন না হওয়া পর্যন্ত এ ধরনের কর্মসূচি পালনে বিরত থাকতে বলা হয়েছে। তবে গতকালও কাবুলসহ দুটি শহরে নারীরা বিক্ষোভ করেছেন। তাঁদের ছত্রভঙ্গ করতে তালেবান সদস্যরা লাঠিপেটা করেছেন বলে খবর এসেছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *