‘চীনের কাছে মাথানত করবে না তাইওয়ান’

আন্তর্জাতিক

স্বদেশবাণী ডেস্ক : তাইওয়ান কখনও চীনের কাছে মাথা নত করবে বলে জানিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইন ওয়েন।

রোববার তাইওয়ানের রাজধানী তাইপের প্রেসিডেন্ট কার্যালয়ের বাইরে দেশটির জাতীয় দিবসের সমাবেশে অংশ নিয়ে, বেইজিং এর উদ্দেশ্যে এমন বার্তা দেন তিনি।

এসময় নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের কথাও জানিয়েছেন ওয়েন।

তিনি বলেন, “চলমান সংকটে তাইপে তাড়াহুড়ো করে কোনও পদক্ষেপ নেবে না। তবে চাপের কাছে মাথা নতও করবে না”।

‘চীনের পক্ষ থেকে যত চাপ আসবে ততই আরও নিজেদের শক্তিশালী করবে তাইওয়ান। ভূখণ্ড রক্ষার স্বার্থে পর্যায়ক্রমে আমরা সামরিক সক্ষমতা বাড়িয়ে যাবো। আর এই নীতি থেকে তাইপে সরে আসবে না’। এমনটাই জানিয়েছেন প্রেসিডেন্ট ওয়েন।

দীর্ঘদিন ধরেই তাইওয়ানকে নিজেদের দ্বীপ অঞ্চল বলে দাবি করে আসছে চীন। যদিও তাইওয়ান নিজেদের আলাদা রাষ্ট্র বলে আসছে।

সম্প্রতি তাইওয়ানের এয়ার ডিফেন্স জোন এলাকায় একাধিকবার চীনের যুদ্ধবিমান অনুপ্রবেশ করে। ফলে অন্য যেকোনও সময়ের চেয়ে এই অঞ্চলে সামরিক উত্তেজনা অনেক বেড়েছে।

সূত্র: বিবিসি

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *