বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ করে ভারত, অভিযোগ ইমরানের

আন্তর্জাতিক

স্বদেশবাণী ডেস্ক : নিউজিল্যান্ডের পর পাকিস্তানের সঙ্গে সিরিজ বাতিল করল ইংল্যান্ড। এ নিয়ে পাকিস্তানের সাবেক তারকারা অসন্তুষ্ট। অবশ্য কেউ এ বিষয়টি লুকিয়ে রাখেননি। একই সঙ্গে ভারতের সমালোচনা করতে দেখা গেছে পাকিস্তানের ক্রিকেটারদের।

ক্রিকেটার থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়া ইমরান খানও বিষয়টিকে স্বাভাবিকভাবে নেননি।

ইমরান খান লন্ডনভিত্তিক গণমাধ্যম মিডলইস্টআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইংল্যান্ড নিজেদের ছোট করেছে। কারণ আমি ইংল্যান্ডের কাছ থেকে একটু বেশি আশা করেছিলাম। আমি আশা করিনি যে, তারা কারও সঙ্গে পরামর্শ না করে এমন একতরফা আচরণ করবে।

২০ সেপ্টেম্বর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) পাকিস্তানে ইংল্যান্ড নারী ও পুরুষ জাতীয় দলের সফর বাতিল করে বিবৃতি দেয়।

ইমরান খান বলেন, ইংল্যান্ড পাকিস্তানের সঙ্গে যে আচরণ করেছে, তা ভারতের সঙ্গে করার সাহস পেত না। ক্রিকেট বোর্ডের পাশাপাশি খেলোয়াড়দের কাছেও এখন অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। ভারতের ক্রিকেট বোর্ড সবচেয়ে ধনী। সুতরাং ভারত মূলত বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ করে।

সাক্ষাৎকারে সিরিজ বাতিল করার কারণে নিউজিল্যান্ডেরও সমালোচনা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *