সৌদি বিমানবন্দরে ড্রোন হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

আন্তর্জাতিক

স্বদেশবাণী ডেস্ক : সৌদি আরবের জাজানে অবস্থিত বাদশাহ আব্দুল্লাহ বিমানবন্দরকে টার্গেট করে হুতি বিদ্রোহীদের ড্রোন বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। গত ৮ অক্টোবর ওই হামলায় বিমানবন্দরে কর্মরত বাংলাদেশিরাসহ বেশ কিছু বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, এই হামলা আন্তর্জাতিক আইন, নৈতিক মূল্যবোধের গুরুতর লঙ্গন যা পুরোপুরি অগ্রহণযোগ্য। হুতি বিদ্রোহীদের সৌদি আরবে হামলার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন। এমন হামলার মাধ্যমে চলমান শান্তি উদ্যোগকে হেয় করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ইয়েমেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধান চায়। তবে সৌদি আরব এবং তার ভ্রাতৃপ্রতীম জনগণের সঙ্গে এমন দায়িত্বহীন কাণ্ডের নিন্দা জানানোর সঙ্গে সংহতি প্রকাশ করে বাংলাদেশ। রিয়াদে অবস্থিত বাংলাদেশের দূতাবাসকে আহত বাংলাদেশিদের প্রয়োজনীয় সমর্থন দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলেও ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *