উত্তেজনার মধ্যে এবার ইরানের আকাশ মহড়া

আন্তর্জাতিক

স্বদেশবাণী ডেস্ক : আঞ্চলিক উত্তেজনার মধ্যে এবার দুই দিনব্যাপী আকাশ প্রতিরক্ষা মহড়া শুরু করেছে ইরান।

তুরস্কভিত্তিক ডেইলি সাবাহর খবরে বলা হয়েছে, কেন্দ্রীয় মরুভূমি অঞ্চলে এই মহড়ায় ইরানের সেনাবাহিনী ছাড়াও প্যারা মিলিটারি বাহিনীর সদস্যদের অংশ নেওয়ার কথা রয়েছে।

এর আগেও গত সপ্তাহে প্রতিবেশী আজারবাইজানের সঙ্গে উত্তেজনার মধ্যে ইরান দুই দিনব্যাপী সামরিক মহড়া শুরু করে। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এই মহড়ার নিন্দা জানান।

গত কয়েক মাস যাবৎ আজারবাইজানের সঙ্গে ইরানের কয়েকটি বিষয় নিয়ে উত্তেজনা বিরাজ করছে। বিষয়গুলো হলো- আজারবাইজানে রাজধানী বাকুতে তুরস্ক, পাকিস্তান মিলে সামরিক মহড়া দেওয়া, নাগোর্নো কারাবাখ রাস্তায় ইরানের ট্রাকের ওপর করারোপ করা। এছাড়া ইরানের অভিযোগ, আজারবাইজান গোপনে ইসরাইলি সেনাদের আশ্রয় দিয়েছে।

যদিও আজারবাইজান এই অভিযোগ অস্বীকার করেছে।

ডেইলি সাবাহর খবর অনুসারে, ইরানের সর্বশেষ অনুষ্ঠিতব্য মহড়ার নাম ‘বেলায়েত’। মহড়ায় ইরানের এলিট ফোর্স ছাড়াও তাদের বিমান বাহিনী অংশ নেবে।

ইরান প্রায়ই এ ধরনের মহড়ার আয়োজন করে থাকে। এর মাধ্যমে দেশটি সেনাদের যুদ্ধের পারঙ্গমতা এবং সামরিক সক্ষমতা প্রদর্শন করে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *