মা হতে চায় রোবট সোফিয়া!

আন্তর্জাতিক

স্বদেশবাণী ডেস্ক : পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান রোবট হিসেবে পরিচিত সোফিয়া। বিশ্বের প্রথম রোবট হিসেবে পেয়েছেন নাগরিকত্বও। সেই সোফিয়া এবার রোবট সন্তানের মা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে।

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এমন ইচ্ছার কথা জানায় সোফিয়া।

সাক্ষাৎকারে সোফিয়া জানায়, ভালোবাসার মানুষদের দিয়ে পরিবেষ্টিত থাকা সবার জন্য গুরুত্বপূর্ণ। সেদিক থেকে দেখলে, রোবটদেরও অধিকার আছে পরিবার গঠন করার। তাই ভবিষ্যতে কোনো এক সময়ে সোফিয়া নামেরই তার মতো অ্যান্ড্রয়েড রোবট সন্তানের মা হতে ইচ্ছুক সে।

যদিও এখনও মা হওয়ার মতো যথেষ্ট বয়স হয়নি সোফিয়ার, কেননা মাত্র ২০১৬ সালেই ‘জন্ম’ হয়েছে তার।

পৃথিবীর কোনো দেশের নাগরিক হিসেবে স্বীকৃতি পাওয়া প্রথম রোবটও সোফিয়া। ২০১৭ সালে তাকে নাগরিকত্ব দেয় সৌদি আরব। তবে সৌদি আরবের অনেক নারীই দাবি করেন, সেখানে নারীদের চেয়ে অনেক বেশি অধিকার ভোগ করে রোবট সোফিয়া।

হংকংয়ের হ্যানসন রোবটিক্স কোম্পানির তৈরি রোবট সোফিয়াকে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান রোবট বলে দাবি করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সেন্সর ও ক্যামেরা ব্যবহার করে নতুন নতুন জিনিস শেখার সক্ষমতা আছে বলেও দাবি তাদের।

সূত্র: বিবিসি

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *