যে কারণে এক ব্যক্তিকে অন্ধ করে দেওয়ার নির্দেশ দিল ইরানের আদালত

আন্তর্জাতিক

স্বদেশবাণী ডেস্ক : ইরানের এক ব্যক্তিকে অন্ধ করে দেওয়ার শাস্তি দিয়েছে দেশটির একটি আদালত।  প্রতিবেশীর এক চোখ অন্ধ করে দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এই সাজা দেওয়া হয় বলে রোববার আরব নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে।

ইরানে প্রতিশোধমূলক সাজা দেওয়া আইনসিদ্ধ। সেই আইনের ভিত্তিতেই ৪৫ বছর বয়সী ওই ব্যক্তিকে এই সাজা দেওয়া হয়েছে বলে আরব নিউজ জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে তেহরান প্রদেশের উপকণ্ঠে ফারশান এলাকায় ও ব্যক্তির সঙ্গে তার প্রতিবেশীর দ্বন্দ্ব শুরু হয়।  এতে তার প্রতিবেশীর এক চোখ নষ্ট হয়ে যায়। চোখ হারিয়ে তেহরানের একটি আদালতে অভিযোগ করেন ওই ব্যক্তির প্রতিবেশী।

তবে অভিযুক্ত ব্যক্তির এক চোখ নাকি দুইচোখই অন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তা স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়নি।

ইরানের বিচারব্যবস্থায় অন্ধ করে দেওয়ার নজির আছে। ২০০৮ সালে অ্যাসিড ছোড়ার অভিযোগে এক ব্যক্তিকে অন্ধ করে দেওয়ার আদেশ দেয় আদালত। অবশ্য যিনি অ্যাসিড হামলার শিকার হয়েছিলেন তিনি শেষ মুহূর্তে অপরাধীকে ক্ষমা করে দেওয়ায় সাজা থেকে বেঁচে যান অভিযুক্ত ব্যক্তি।

কিন্তু ২০১৫ সালে আদালতের নির্দেশে অ্যাসিড হামলায় অভিযুক্ত এক ব্যক্তির চোখ নষ্ট করে দেন চিকিৎসকরা।  এই ঘটনার বছরখানেক পর নিজের চার  বয়সী ভাগ্নিকে অ্যাসিড ছুড়ে চোখ নষ্ট করে দেওয়ার অপরাধে আরেক ব্যক্তিকে একই সাজা দেয় আদালত।

ইসলামী বিপ্লব পরবর্তী ইরানে আইন শৃঙ্খলা বজায় রাখতে নিষ্ঠুর শাস্তির বিধানের অভিযোগ করে আসছে মানবাধিকার সংগঠনসহ বিভিন্ন দেশের সরকার।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *