তুরস্ককে নিয়ে এবার সুর পাল্টালো পশ্চিমারা

আন্তর্জাতিক

স্বদেশবাণী ডেস্ক:  তুরস্ক ইস্যুতে এবার নিজেদের অবস্থান পরিবর্তন করেছে পশ্চিমা বিশ্ব। সোমবার যুক্তরাষ্ট্র, কানাডা এবং নেদারল্যান্ড, নিউজিল্যান্ড, ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে এবং ডেনমার্ক তুরস্কের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না বলে ঘোষণা দিয়েছে।

নতুন এক বিবৃতিতে এই তিনটি দেশের দূতাবাস “Vienna Convention on Diplomatic Relations” এর ৪১ নম্বর ধারা মেনে চলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

“Vienna Convention on Diplomatic Relations” এর ৪১ নম্বর ধারায় বলা হয় যে বিদেশী রাষ্ট্রদূতরা সে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না।

এরদোয়ানের হুমকি কি আসলেই কাজে লেগেছে?

এই একই বিবৃতি দিয়েছে অন্য দেশগুলোও। এখনও পর্যন্ত জার্মানি এবং ফ্রান্স বাদে বাকি ৮টি দেশ এই একই বিবৃতি দিয়েছে।

পশ্চিমা দেশগুলোর অবস্থান পরিবর্তন করে তুরস্কের সার্বভৌমত্ব মেনে নেওয়ায় আনন্দিত এরদোয়ান তাদের এই বিবৃতিকে স্বাগত জানিয়েছেন। এর মাধ্যমে এই রাষ্ট্রদূতদের আর বহিষ্কার করা হবে না।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *