কপ২৬ সম্মেলন জলবায়ু পরিবর্তনে কাজে আসবে না: গ্রেটা থানবার্গ

আন্তর্জাতিক

স্বদেশবাণী ডেস্ক : সুইডিশ কিশোরী পরিবেশকর্মী গ্রেটা থানবার্গ বলেছেন, কপ২৬ সম্মেলন জলবায়ু পরিবর্তনে কাজে আসবে না।

সোমবারও সম্মেলনস্থলের বাইরে অনুষ্ঠিত বিশাল এক বিক্ষোভ সমাবেশে গ্রেটা থানবার্গ এ কথা বলেন। খবর আরব নিউজের।

পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা বলেন, আর কোনো কথার ফুলঝুরি শুনতে চাই না আমরা। আর কোনো ব্যাখ্যা বা প্রতিশ্রুতি নয়।

এবার বাস্তবায়ন দেখতে চাই। আবহাওয়া পরিবর্তনের কারণে আমরা অসুস্থ হয়ে পড়ছি। এভাবে পৃথিবী চলতে পারে না।

এদিকে সম্মেলনের দ্বিতীয় দিনে জলবায়ুর পরিবর্তনবিরোধী আন্দোলনে যোগ দেন ব্রিটিশ দাতব্য সংস্থা অক্সফামের হাজারও কর্মী।

এ সময় বিশ্বনেতাদের মুখোশ পরে তাদের মিথ্যা প্রতিশ্রুতির তীব্র সমালোচনা করেন তারা। একই সঙ্গে জলবায়ুর পরিবর্তন ঠেকাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানানো হয়।

এ সময় বক্তারা বলেন, বিশ্বনেতারা ভবিষ্যৎ সংকট মোকাবিলায় কাজ তো করছেই না বরং পৃথিবীকে দিনে দিনে বিষাক্ত গ্যাস ভর্তি বেলুনে পরিণত করছে। ধনী দেশগুলোকে যে কোনো মূল্যে দ্রুত কার্বন নিঃসরণের মাত্রা কমাতে হবে।

এ ছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে রক্ষা পেতে আন্দোলন অব্যাহত ছিল স্কটল্যান্ডের অন্যান্য শহরেও।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *