তুরস্ক কি ‘ন্যাটোর বিমানঘাঁটিতে’ এস-৪০০ ব্যবহার করছে?

আন্তর্জাতিক

স্বদেশবাণী ডেস্ক : রাশিয়ার কাছ থেকে কেনা আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এস-৪০০ ইনকিরলিক বিমানঘাঁটিতে নিয়ে গেছে তুরস্ক—এমন খবর জানিয়েছে দুবাইভিত্তিক গণমাধ্যম স্কাই নিউজ আরাবিয়া। এতে মূলত মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার খবর গুরুত্ব পায় বেশি।

স্কাই নিউজ আরাবিয়া টুইটারে মার্কিন প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তার বরাতে লিখেছে, তুরস্ক এস-৪০০ ব্যাটারি ইনকিরলিক বিমানঘাঁটিতে নিয়ে এসেছে। যে বিমানঘাঁটি যুক্তরাষ্ট্র ও ন্যাটো ব্যবহার করে।

এদিকে বুধবার তুরস্কের গণমাধ্যম ডেইলি সাবাহর কাছে দেশটির সেনাবাহিনীর কর্মকর্তারা স্কাই নিউজ আরাবিয়ার দাবিকে প্রত্যাখ্যান করেছেন।

রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনা নিয়ে তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ফলে, তুরস্ককে আধুনিক যুদ্ধবিমান এফ-৩৫ প্রকল্প থেকে বাদ দেওয়া হয়।

এদিকে তুরস্ক নতুন করে রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কিনতে যাচ্ছে বলে খবর প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। এর প্রতিক্রিয়ায় ইতোমধ্যে আঙ্কারার ওপর নিষেধাজ্ঞার হুমকি দিয়ে রেখেছে ওয়াশিংটন

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *