ভারতের তামিলনাড়ুতে ভারি বৃষ্টিপাত

আন্তর্জাতিক

স্বদেশবাণী ডেস্ক : প্রবল বৃষ্টির কারণে ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাই, তিরুভাল্লুর, চেঙ্গলপাট্টু এবং কাঞ্চিপুরম জেলার স্কুল ও কলেজ এবং সরকারি অফিস-আদালত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে।

রোববার সকাল পর্যন্ত চেন্নাইতে ২১ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই বৃষ্টিতেই তলিয়ে গেছে রাজ্যের বিভিন্ন নগরীর বেশ কিছু নিচু এলাকা।

সোমবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবহাওয়া বিভাগের পক্ষ থেকে। এই বৃষ্টি আসছে বুধবার পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

এ কারণেই জরুরি ভিত্তিতে চেন্নাই এবং আশেপাশের অঞ্চলের অফিস আদালত বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন বেসরকারী সংস্থাগুলির কাছে ছুটি ঘোষণা করার বা কর্মীদের বাড়ি থেকে কাজ করার অনুমতি দেওয়ার জন্য আবেদন করেছেন।

উদ্ধার কাজে সহায়তার জন্য ডাকা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে।

এর আগে আবহাওয়া বিভাগ পূর্বাভাস দিয়েছিল যে, উত্তর উপকূলীয় তামিলনাড়ুর বিচ্ছিন্ন জায়গায় বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সঞ্চালনের প্রভাবে রোববারজুড়ে ভারি থেকে অতি ভারি বৃষ্টি হবে।

এদিকে টানা বৃষ্টির কারণে চেন্নাইয়ের আশেপাশের হ্রদগুলিতে পানির উচ্চতা বেড়ে গেছে। এতে প্লাবনের আশঙ্কাও রয়েছে।

এ অবস্থায় উদ্ধার ও ত্রাণ কাজে কেন্দ্র থেকে সমস্ত সহায়তার আশ্বাস দিয়ে টুইট করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এর আগে ২০১৫ সালেও, ভারী বৃষ্টিপাতের মধ্যে চেম্বারমবাক্কাম হ্রদ থেকে হঠাৎ অতিরিক্ত পানির কারণে প্লাবিত হয়েছিল চেন্নাইয়ের বিভিন্ন এলাকা।

সূত্রঃ এনডিটিভি

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *