আকাশপথে চালু ভারতের পর্যটন ভিসা

আন্তর্জাতিক

স্বদেশবাণী ডেস্ক:  আকাশপথে চালু হয়েছে ভারতের পর্যটন ভিসা। সোমবার (১৫ নভেম্বর) থেকে ১২০ দিনের জন্য ভিসা দেওয়া হচ্ছে। তবে পর্যটকরা এক ভ্রমণে ৩০ দিন ভারতে অবস্থান করতে পারবেন।

ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন সূত্রে এই তথ্য জানা গেছে। যদিও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী এর আগে এক অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেন।

ওই সময় তিনি বলেন, ‘এখনও করোনার প্রভাব পুরোপুরি শেষ হয়ে যায়নি। তাই আকাশপথে ভ্রমণের জন্য ভিসা দেওয়া হবে। এ প্রক্রিয়া ধীরে ধীরে চালু করা হবে। পর্যায়ক্রমে সড়ক ও রেলপথে ভিসা চালু করা হবে। সব স্বাভাবিক হলে ভ্রমণ আরও সহজ হবে।’

এর আগে গত ১৫ অক্টোবর থেকে ভারত সরকার বিদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করে। তবে পর্যটকদের শুধু চার্টার্ড ফ্লাইটে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়। আর যারা নির্ধারিত বাণিজ্যিক ফ্লাইটে ভারত সফর করতে চান তারা ১৫ নভেম্বর থেকে সুযোগ পাচ্ছেন।

প্রসঙ্গত, কোভিড-১৯ মহামারির পরিপ্রেক্ষিতে ভারতে পুরোপুরিভাবে ট্যুরিস্ট ভিসা স্থগিত ছিলো।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *