বৈঠক শেষে আফগানিস্তান নিয়ে যা বললেন ইমরান-শি

আন্তর্জাতিক লীড

আন্তর্জাতিক ডেস্ক: চীনের বেইজিংয়ে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিংপিং ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

আর এ বৈঠক শেষে যৌথ বিবৃতি দিয়ে আটকে রাখা আফগানিস্তানের ১০ বিলিয়ন ডলার ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন দুই প্রতিবেশী দেশের সরকার প্রধান।

২০২১ সালের ১৫ আগস্ট তালেবান ক্ষমতা নেওয়ার পর দেশটির ১০ বিলিয়ন ডলার আটকে রেখেছে যুক্তরাষ্ট্র।

আফগানিস্তানের মানবিক সহায়তা প্রদানের জন্যও আন্তর্জাতিক সংস্থা ও দেশগুলোর প্রতি অনুরোধ জানিয়েছেন ইমরান-শি।

যৌথ বিবৃতিতে আরো জানানো হয়েছে, আফগানিস্তানের সঙ্গে চীন-পাকিস্তান বাণিজ্যিক করিডর নিয়েও আলোচনা করবে।

এদিকে এবারই প্রথমবার কোনো দেশ আটকে রাখা আফগানিস্তানের টাকা ছেড়ে দেওয়ার আহ্বান জানায়নি। এর আগেও অনেক আন্তর্জাতিক সংস্থা যুক্তরাষ্ট্রের প্রতি এ আহ্বান জানিয়েছে।

কারণ বর্তমান সময়ে অর্থনৈতিকভাবে খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে আফগানিস্তান।

তবে যুক্তরাষ্ট্র দাবি করে তারা শুধুমাত্র তালেবান নেতাদের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে এবং সাধারণ আফগানদের ওপর এর কোনো প্রভাব পড়ে না। কিন্তু বাস্তবে এটি পুরোপুরি ভিন্ন।

স্ব.বা/

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *