যুক্তরাষ্ট্রের ওপর নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করবে রাশিয়া

আন্তর্জাতিক লীড

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে হামলা করার পর রাশিয়ার ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদেশগুলো। শুধুমাত্র যে রাশিয়ার অর্থনীতির ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা নয়। রাশিয়ার ধনকুবেরদের ওপরও ব্যাক্তিগত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আর নিষেধাজ্ঞার জবাবে পাল্টা নিষেধাজ্ঞা দেওয়ার কথা জানিয়েছে রাশিয়া।

শনিবার রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রায়াবকোভ জানিয়েছেন, রাশিয়া যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদেশগুলোর ওপর কি কি নিষেধাজ্ঞা দিবে সেই তালিকা তৈরি করেছেন তারা। কয়েকদিনের মধ্যে তা প্রকাশ করা হবে। তবে উপ-পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা নিরাপত্তা ইস্যু ও অস্ত্র হ্রাস চুক্তি নিয়ে ফের আলোচনা করতে প্রস্তুত আছেন।

এ ব্যাপারে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রায়াবকোভ বলেন, যদি যুক্তরাষ্ট্র আলোচনা করতে চায়, আমরাও অবশ্যই আলোচনা করব। সব নির্ভর করছে ওয়াশিংটনের ওপর।

উপ-পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, রাশিয়া এ ব্যাপারে আলোচনা বন্ধ করেনি বা আলোচনা থেকে নিজেদের সরিয়ে নেয়নি। যুক্তরাষ্ট্রই আলোচনা বন্ধ করে দেয়। তারা অজুহাত দেয় এমন আলোচনা আমাদেরই বেশি প্রয়োজন।

সূত্র: সিএনএন

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *