চাকরির বিজ্ঞপ্তি দিয়ে লক্ষাধিক টাকা আত্মসাৎ !

নিয়োগ

স্বদেশ বাণী ডেস্ক : পত্রিকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমে চাকরির বিজ্ঞপ্তি। অর্থ আদায় হবে সরকারি ব্যাংকের মাধ্যমে। বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট এবং ফেয়ারফ্যাক্স বাংলাদেশ প্রকল্প নামের দুটি প্রতিষ্ঠান এমন ভুয়া চাকরির বিজ্ঞপ্তি দিয়ে হাতিয়ে নিয়েছে লক্ষাধিক টাকা। অভিনব কায়দায় প্রতারণায় অর্জিত টাকা নিয়ে পালানোর আগেই সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে ডিএমপি’র মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় সংস্থাটি।

গ্রেফতারকৃতরা হলেন, মো. আজিজুল হাসান অরফে এমরান (৫১), বিউটি আক্তার (৩৫) এবং মো. কবির উদ্দিন পিয়াস (৩০)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১৯ লাখ নগদ টাকা এবং ভুয়া চাকরির নিয়োগ সংক্রান্ত বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) বিভাগ উত্তরের যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ জানান, ‘সাধারণ মানুষের বিশ্বস্ততা অর্জনের জন্য নিয়োগ বিজ্ঞপ্তির টাকা পরিশোধ করতে হবে সোনালী ব্যাংকে। তাই সরকারি ব্যাংকে হিসাব খুলে। ফেয়ারফ্যাক্স বাংলাদেশ প্রকল্প নামে বেসরকারি গোয়েন্দা সংস্থায় ৬ হাজার ৪৭২ টি এবং বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট নামের প্রতিষ্ঠানে ১ হাজার ৯৪৪ টি পদের বিপরীতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে তারা। তবে বাস্তবে যার কোনো ভিত্তিই নেই।’

তিনি আরও জানান, মিরপুর এলাকায় ফেয়ারফ্যাক্স বাংলাদেশ প্রকল্প এবং বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ ট্রাষ্টের নামে প্রতিষ্ঠান খুলে প্রতারণা চলছিল। চাকরিপ্রার্থীদের কাছে থেকে আদায় করা টাকা নিয়ে পালানোর পরিকল্পনাও করে তারা। তবে এর আগেই গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়ে চক্রের তিন সদস্য।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দুইটি নিয়োগ বিজ্ঞপ্তিতেই প্রতিটি পদের জন্য ১৫০ টাকা থেকে ৫০০ টাকা করে পে-অর্ডারের মাধ্যমে রাজধানীর মিরপুর বেগম রোকেয়া স্মরণির সোনালী ব্যাংকে টাকা জমা হয়। গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের অভিযানে সংঘবদ্ধ চক্রের সদস্য বিউটি আক্তারকে গ্রেফতারের পরই অন্যদের সন্ধান পায় সংস্থাটি। এ ঘটনায় কোনো ব্যাংক কর্মকর্তা জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

স্ব.বা/ম

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *