বাগমারায় বিনামুল্যে কৃষকদের মাঝে রাসায়নিক সার ও বীজ বিতরন

রাজশাহী লীড

বাগমারা প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় রবি মৌসুমে দুই হাজার আটশত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে এক কেজি সরিষার বীজ, কুড়ি কেজি ডিএপি, দশ কেজি এমওপি, রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ ঘটিকায় উপজেলা হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

বাগমারা উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদের সভাপতিত্বে উদ্বোধনী সভায় স্বাগত বক্তব্য রাখেন কৃষিবিদ রাজিবুর রহমান। প্রধান অতিথি থেকে রাসায়নিক সার ও বীজ বিতরণের

উদ্বোধন করেন বাগমারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এম.পি।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার। বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার আবুল।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ পৌর মেয়র আব্দুল মালেক মন্ডল, ওসি তদন্ত মিজানুর রহমান. উপজেলা মহিলা লীগের সভানেত্রী মরিয়ম বেগম প্রমুখ।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *