চিকিৎসার ব্যয় সামাল দিতে এন্ড্রু কিশোরের জন্য কনসার্ট

বিনোদন লীড

স্বদেশ বাণী ডেস্ক: সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর। ইতিমধ্যে তিন সাইকেলে ১২টি কেমোথেরাপি সম্পন্ন হয়েছে তার।

চিকিৎসকরা জানিয়েছেন, গত মঙ্গলবার থেকে কেমোথেরাপির পরবর্তী সাইকেল শুরু হয়েছে। তিনটি সাইকেলে আরও ১২টি কেমোথেরাপি সম্পন্ন করা হবে।

এন্ড্রু কিশোরের চিকিৎসায় কোটি টাকারও বেশি খরচ করে ফেলেছে তার পরিবার। তার চিকিৎসায় আরও অনেক টাকার প্রয়োজন। ক্যান্সারে আক্রান্ত এই শিল্পীর প্রতিটি কেমোথেরাপির মূ্ল্য প্রায় ৯ লাখ টাকা। তাই ব্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছে তার পরিবার।

এন্ড্রু কিশোরের চিকিৎসার ব্যয় সামাল দিতে কনসার্ট করতে যাচ্ছে শো টাইম মিউজিক। আগামী ২০ ডিসেম্বর এটি অনুষ্ঠিত হবে নিউইয়র্কের কুইন্স প্যালেসে।

স্থানীয় শিল্পীদের পাশাপাশি এতে অংশ নেবেন দেশের জনপ্রিয় বেশ কজন শিল্পী। আর এ থেকে প্রাপ্ত অর্থ এন্ড্রু কিশোরের চিকিৎসায় ব্যয় করা হবে বলে জানিয়েছেন শো টাইম মিউজিকের কর্নধার আলমগীর খান আলম।

এদিকে উন্নত চিকিৎসার জন্য গত ৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়েন এন্ড্রু কিশোর। সূত্র: যুগান্তর।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *