বিশ্ববিদ্যালয়ের ৩ ছাত্রকে গুলির কথা অস্বীকার করেছে পুলিশ

আন্তর্জাতিক লীড শিক্ষা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে বর্ণবাদী ও মুসলিমবিদ্বেষী নাগরিকত্ব সংশোধনী আইন পাশের পর দেশজুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিভিন্ন রাজ্যে বিক্ষোভের মধ্যে দিল্লিতে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশ চড়াও হওয়ার পর তা আরও ব্যাপক আকার নিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, রোববার জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় ও সংলগ্ন দক্ষিণপূর্ব দিল্লির বাসিন্দারাদের সাথে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশসহ শতাধিক শিক্ষার্থী আহত হন।

দিল্লির সরকারি সফদারজং হাসপাতালের মেডিকেল সুপার জানিয়েছেন, জামিয়ার ৩ প্রতিবাদকারী গুলির জখম নিয়ে তাদের হাসপাতালে ভর্তি হয়েছেন। কিন্তু দিল্লি পুলিশের দাবি, প্রতিবাদকারীদের দিকে গুলি ছুড়েনি তারা।

গুলিবিদ্ধ শিক্ষার্থীরা হলেন- আজাজ (২২), শোয়িব খান (২৩) ও মোহাম্মদ তামিন। এদের মধ্যে আজাজের বুকে গুলি লাগে বলে নিশ্চিত করেছে তার পরিবার। তবে ওই প্রতিবাদে তার কোনো ভূমিকা ছিল না বলে দাবি করেছেন তারা।

পুলিশ বলছে, কাঁদুনে গ্যাসের শেলের টুকরোর অংশের আঘাতে হওয়া জখম। তবে দক্ষিণপূর্ব দিল্লির শীর্ষ পুলিশ কর্মকর্তা চিন্ময় বিসওয়াল এক বিবৃতিতে বলেছেন, মেডিকেল পেপারে ‘কথিত যে ইতিহাস’ লেখা থাকে তার অর্থ সবাই বুঝবেন বলে আশা করি আমি। এটি হচ্ছে চিকিৎসার জন্য আসার পর নিজের আঘাত সম্পর্কে রোগী দায়িত্বরত চিকিৎসককে যা বলেছেন তাই। সূত্র: বাংলাদেশ জার্নাল।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *