আলোয় ঝলমল হলো রাজশাহী মহানগরীর আরো সাতটি চত্বর

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: উচ্চমাত্রার আলোয় উদ্ভাসিত হলো রাজশাহী নগরীর। নগরীর আরো সাতটি চত্বর বিস্তৃত এলাকাজুড়ে হলো আলো ঝলমলে।

আজ রোববার সন্ধ্যা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত নগরীর সাতটি চত্বরে সুুউচ্চ বিদ্যুৎ লাইটের পোল (high mast pole with lighting system) সুইচ টিপে উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

এরই মাধ্যমে নগরীর ১৬টি স্থানে এই সুুউচ্চ পোলে বিদ্যুৎ লাইট বসানো কাজ শেষ হলো।

আজ সন্ধ্যায় রাজশাহী রেলস্টেশন এলাকায় একটি সুুউচ্চ বিদ্যুৎ লাইটের পোল উদ্বোধন করেন সিটি মেয়র খায়রুজ্জামান লিটন। সুইচ টিপার তিন সেকেন্ডের মধ্যেই আলো ঝলমলে হয় চারপাশ। এ সময় উচ্ছ্বাস প্রকাশ করেন সাধারণ মানুষ। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি রমজান আলীসহ স্থানীয় গণ্যমান্যবক্তিবর্গ।

এরপর মেয়র একইভাবে মনিচত্বর, বড়কুঠি, লালনশাহপার্ক, কোর্ট স্টেশন, আম চত্বর, আলিফ লাম মিম ভাটার মোড়ের সুউচ্চ বিদ্যুৎ লাইটের পোল এর উদ্বোধন করেন মেয়র। লাইট উদ্বোধনকালে দোয়া ও মোনজাত অনুষ্ঠিত হয়।

বড়কুটি এলাকায় লাইট উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, সংরক্ষিত জোন-৪ কাউন্সিলর শিরিন আরা খাতুন, আমচত্বর এলাকায় ১৭নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদত হোসেন শাহুসহ অন্যান্য প্রতিটি এলাকায় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন রাসিকের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) রেয়াজাত হোসেন রিটু, সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান সুইট, উপ-সহকারী প্রকৌশলী আসাদুল ইসলাম সুমন, তানভীর হাসান সজিব প্রমুখ।

উল্লেখ্য, রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের উদ্যোগে প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে নগরীর ১৬টি স্থানে এই সুুউচ্চ বিদ্যুৎ লাইট বসানো হলো। গত ১৫ ডিসেম্বর শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান চত্বরে প্রথম দুইটি এই সুউচ্চ লাইট উদ্বোধন করেন মেয়র।

এরপর ৩১ ডিসেম্বর নগরীর ভদ্রা স্মৃতি অম্লান মোড়, তালাইমারি, আলুপট্টি, সাহেববাজার জিরোপয়েন্ট, সিএন্ডবি মোড়, ঐতিহ্য চত্বর, শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামের সামনে মোড়ে সুউচ্চ বিদ্যুৎ লাইটের পোল এর উদ্বোধন করেছিলেন মেয়র। মাস্তুল আকৃতির মজবুত পোলের ওপর রিং বসিয়ে তার চতুরদিকে উচ্চমানের এলইডি লাইট বসানো হয়েছে।

প্রতিটি পোলের উচ্চতা ৫৬ ফিট। একেকটি পোলে বিদ্যুৎ সাশ্রয়ী ২০টি করে এলইডি লাইট লাগানো হয়েছে। প্রতিটি পোলের চারপাশে নূন্যতম আধা কিলোমিটার এলাকাজুড়ে এই পোলের লাইট আলোকায়িত হয়েছে।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *