বাগমারা বিলে জোরপূর্বক মৎস্য চাষের প্রতিবাদে মানববন্ধন

কৃষি রাজশাহী লীড

বাগমারা প্রতিনিধি : রাজশাহীর বাগমারা উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের বানইল বিলে ধানী জমিতে জোরপূর্বক মৎস্য চাষের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে এগারো ঘটিকায় বিলধারে স্থানীয় এলাকাবাসী স্বতঃস্ফূর্ত এ মানববন্ধনে অংশ গ্রহণ করে।

উপজেলার বানইল গ্রামের মৃত মহির উদ্দীনের ছেলে আলহাজ্ব হাবিবুর রহমান শাহ, আনিসুর রহমানের ছেলে মাওলানা হাফিজুর রহমান ও জিয়াপাড়া গ্রামে মৃত ওকিবুল্লার ছেলে আজিবর রহমান গং নামক প্রভাবশালী ব্যক্তি জোর পূর্বক মৎস্য চাষ করে আসছেন।

কৃষক আলহাজ্ব সৈয়দ আলী খামারু, মোমতাজ শাহ, ইমরান আলী, হাফিজুর রহমান, আবুল কালাম আজাদ মধু, মুরশেদুল ইসলাম,হাবিবুর রহমান,আব্দুল হামিদ শেখসহ বেশ কয়েক জন কৃষক জানান, তাদের ধানী জমিতে দীর্ঘ দিন মৎস্য চাষের ফলে ভূমির আইল এবং সীমানা নির্ধারণ কঠিন হয়ে পড়ছে। সমতল জমি উঁচু-নিচু হয়ে চাষের অনুপযোগী হচ্ছে।

বানইল বিলের কৃষকদের পক্ষে বাগমারা উপজেলা নির্বাহী অফিসার বরাবরে মানিকুল্লার ছেলে মোমতাজ শাহ, মৃত শুটকা খামারুর ছেলে আলহাজ্ব সৈয়দ আলী খামারুসহ প্রায় শতাধিক লোক জনের স্বাক্ষর সম্বলিত একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ধানী জমিতে মৎস্য চাষ বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন বানইল বিলের ভুক্তভোগী কৃষকরা।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *