নগরীর ৮নং ওয়ার্ডে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেন রাসিক মেয়র লিটন

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প জাতীয় নগর দারিদ্র্য হ্রাসকরণ কর্মসূচির আওতায় নগরীর ৮ নং ওয়ার্ডে ৫ লাখ ২ হাজার ৫৮৫ টাকার বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

আজ সকালে নগরীর ৮নং ওয়ার্ডের সিপাইপাড়ায় ফিতা কেটে এই প্রকল্পের অধীন অবকাঠামো উন্নয়ন কাজের উদ্বোধন করেন মেয়র খায়রুজ্জামান লিটন। এরপর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড কাউন্সিলর এসএম মাহবুবুল হক পাভেল, জোন-৩ কাউন্সিলর মুসলিমা বেগম বেলী, ১৪ নং ওয়ার্ড আনসার-ভিডিপির ওয়ার্ড দলনেত্রী মোসাঃ মনি খতিুন ও ৮ নং ওয়ার্ডের দলনেত্রী সুলেখা ঘোষসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

৮নং ওয়ার্ড সিপাইপাড়া সিডিসির অধীন স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ৪টা, ফুটপাত ১৮৬ মিটার, শ্লাবসহ ১০১ মিটার ড্রেন নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৫ লাখ ২ হাজার ৫৮৫ টাকা।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *