আ’লীগের মিলনমেলায় আজীবন যোদ্ধা সম্মাননা প্রদান ও বইয়ের মোড়ক উন্মোচনে রাসিক মেয়র লিটন

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের উদ্যোগে আওয়ামী লীগের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানায় আয়োজিত এই মিলনমেলায় আজীবন যোদ্ধা সম্মাননা প্রদান ও বইয়ের মোড়ক উন্মোচন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, নিবেদিত কর্মীরাই আওয়ামী লীগের শক্তি। আওয়ামী লীগের নিবেদিত কর্মীরা সারাজীবন দলের জন্যে অনেক ত্যাগ স্বীকার করেছেন। দুঃসময়ে নির্যাতি হয়েছেন, কিন্তু অনেকক্ষেত্রে আমরা তাদের জন্য কিছুই করতে পারিনি। আজ কয়েকজনকে আজীবন যোদ্ধা সম্মাননায় ভূষিত করা হলো। আমি এই মহতি উদ্যোগকে স্বাগত জানাই।

মেয়র আরো বলেন, বতর্মান সরকার ধারাবাহিক ক্ষমতায় আছে বলেই দেশের সর্বক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। উন্নয়ন অগ্রযাত্রা অব্যহত রাখতে হলে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা বর্তমানের উন্নয়ন অগ্রযাত্রাকে ধরে রেখে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলায় পরিণত করবো। দেশে যেভাবে উন্নয়ন হচ্ছে, আগামী ২০/২৫ বছরের মধ্যে বাংলাদেশ উন্নত বিশে^র কাতারে পৌছে যাবে।

অনুষ্ঠানে ২২জনকে আজীবন যোদ্ধা সম্মাননায় ভূষিত করা হয়। তাদের হাতে ক্রেস্টু তলে দেন মেয়র। তারা হলেন, রাজশাহী মহানগর আওয়ামীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, ১নং ওয়ার্ডের আব্দুর রাজ্জাক, ৪নং ওয়ার্ডের সাইদুর রহমান, ৭নং ওয়ার্ডের তোফাজ্জল হোসেন, পবার হাড়––পুরেরআব্দুল আজিজ মাষ্টার, পবা হাড়–পুরের হানিফ উদ্দিন চৌধুরী, ৫নং ওয়ার্ডের মো. নূরুদ্দীন, ৬নং ওয়ার্ডের মজিবর রহমান, ৬নং ওয়ার্ডের মোশাররফ হোসেন, ৮নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, মধ্য নওদাপাড়া ১৭নং ওয়ার্ডের আব্দুল মালেক, ৯নং ওয়ার্ডের মো. সমেস, ৩নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ২৮নং ওয়ার্ডের মো. আব্দুল খালেক, ফুদকীপাড়া ১২নং ওয়ার্ডের আফজাল হোসেন কচি, আলপট্টি ২৩নং ওয়ার্ডের মির্জা আনোয়ার হোসেন পটু, বোসপাড়া ২৩নং ওয়ার্ডের নুর কুতুব উল আলম মান্নান, টিকা পাড়া ২৭নং ওয়ার্ডের আফতাব চৌধুরী, হাতেম খাঁ ১০নং ওয়ার্ডে আলহাজ¦ মাজদার রহমান সুকী, উপশহর ১৪নং ওয়ার্ড (পূর্ব) মাওলানা তাজুল ইসলাম ও চন্ডিপুর ৭নং ওয়ার্ডের কামাল উদ্দিন আহমেদ মন্টু।

মিলনমেলার আয়োজন কমিটির আহ্বায়ক ছিলেন রফিকুজ্জামান রফিক।

অনুষ্ঠান পরিচালনা করেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক। অনুষ্ঠানে রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, সাবেক প্রতিমন্ত্রী জিন্নাতুন নেসা তালুকদার, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ আওয়ামী লীগের প্রায় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *