নাটোরে এ্যাম্বুলেন্স চালকদের মানববন্ধন

রাজশাহী লীড

নাটোর প্রতিনিধি: নাটোরের এ্যাম্বুলেন্স চালকরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গড়ে ওঠা সিন্ডিকেট ও দালাল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবীতে মানববন্ধন করেছে।

শনিবার (০১ ফেব্রুয়ারি) ইউনাইটেড প্রেসক্লাবের সামনে তারা এই মানববন্ধন কর্মসুচী পালন করে। এ্যাম্বুলেন্স চালকরা একই দাবীতে গত সোমবার থেকে ধর্মঘট করছে।

মানববন্ধন চলাকালে স্থানীয় পরিবহন শ্রমিক নেতা আকরামুজ্জামান রওনক, বেসরকারি এ্যাম্বুলেন্স চালক সমিতির সভাপতি শাহিনুর রহমান প্রমুখ বক্তৃতা করেন। মানববন্ধনে বেসরকারী এ্যাম্বুলেন্স চালক সহ পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ এবং জেলা কার ও মাইক্রেবাস চালকরা অংশ নেয়।

বেসরকারি এ্যাম্বুলেন্স চালক সমিতির সভাপতি শাহিনুর রহমান অভিযোগ করে বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগী নিয়ে যাওয়ার পর ওই রোগী মারা গেলে লাশ আনতে অথবা ওই রোগীকে পুনরায় ফেরত নিতে গেলে সেখানকার এম্বুলেন্স চালকরা ৭ থেকে ১০ হাজার টাকা চাঁদা দাবী করে।

না দিলে মারপিট সহ নানা নির্যাতনের শিকার হতে হয়। ফলে তারা গত প্রায় এক সপ্তাহ ধরে নাটোর থেকে রাজশাহীতে কোন রোগী পরিবহন করছে না।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *