নাটোরের ডাঙ্গাপাড়ায় অগ্নিকাণ্ডে নিঃস্ব দুই কৃষক পরিবার 

রাজশাহী লীড
আল-আফতাব খান সুইট, নাটোর: নাটোর সদর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ২ কৃষকের বসত বাড়ি। এতে একটি দালান ঘরসহ তিনটি টিনের ঘর সম্পূর্ণ ভস্মিভূত হয়ে বর্তমানে অসহায় মানবেতর অবস্থায় পতিত হয়েছেন পরিবার দুটি।
স্থানীয়রা জানান, গতরাত (১৩ ফেব্রুয়ারী)  আনুমানিক আড়াইটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তারা আরো জানান, বিদ্যুতের বাল্ব বাস্ট হয়ে আগুনের সূত্র হয়ে মুহুর্তে তা ছড়িয়ে পড়ে এবং বসত বাড়িসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। বাড়িতে আর ঘরে থাকা আসবাবপত্র সহ   কোন প্রকার মালামালও বের করা সম্ভব হয়নি।
এই অগ্নিকাণ্ডের ঘটনায় মামুন ও আকরাম হোসেন নামে দুই কৃষকের বাড়ির সব গুলো বসত ঘর ও জমি বিক্রির নগদ ১লক্ষ ৮০ হাজার টাকা সহ সব মালামাল পুড়ে যায়। বর্তমানে পরিবার দুটি নিঃস্ব হয়ে অসহায় অবস্থায় খোলা আকাশের নিচে বসবাস করছে।
নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আপাতত কম্বল ও শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গহন করা হবে।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *