শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাকাব’র পুষ্পার্ঘ অর্পণ

কৃষি রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-এর উদ্যোগে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে ২১ ফেব্রুয়ারি ২০২০ তারিখ সকাল ৭:৩০টায় রাজশাহী কলেজের শহীদ মিনারে রাকাবের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইদ্রিছ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাকাব, প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক (নিরীক্ষা, হিসাব ও আদায়) মোঃ মাজদার রহমান; মহাব্যবস্থাপক (পরিচালন) জিএম রুহুল আমিন; উপ-মহাব্যবস্থাপকবৃন্দ, বিভাগীয় কার্যালয়, বিভাগীয় নিরীক্ষা কার্যালয়, জোনাল কার্যালয় ও জোনাল নিরীক্ষা কার্যালয়, রাজশাহী, প্রশিক্ষণ ইনস্টিটিউট ও এসইসিপি, রাজশাহী এবং রাজশাহী জোনের বিভিন্ন শাখার সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী।

একই সময়ে রাকাব কর্মচারী সংসদ (রাজ-৬১১)-এর পক্ষে কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক আবু নাঈম মোঃ ফজলে রাব্বি এবং রাকাব অফিসার্স এ্যাসোসিয়েশন, অফিসার্স ফোরাম ও বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দও পুষ্প স্তবক অর্পণ করেন।

এর আগে মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে কর্মকর্তা-কর্মচারীগণ শোভাযাত্রা সহকারে রাজশাহী কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হন। পুষ্পার্ঘ অর্পণ শেষে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *