রাজশাহীতে আগামি ২৬ মার্চ থেকে সংবাদ পত্র বিতরণ বন্ধ

গণমাধ্যম লীড

স্টাফ রিপোর্টার:

আগামি ২৬ মার্চ থেকে করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত রাজশাহীর সম্মানিত এজেন্ট ও পত্রিকা হকার্সরা জাতীয় ও স্থানীয়ভাবে প্রকাশিত সকল দৈনিক পত্রিকা, সাপ্তাহিক ও সাময়িকপত্র সরবরাহ, গ্রহণ ও বিলি-বণ্টন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

রাজশাহীর পাঠকরা ২৬ মার্চ থেকে কোন ছাপা পত্রিকা হাতে পাবেন না। শুধু রাজশাহী নয়, সারাদেশেই পত্রিকা সরবরাহ ও বিলি-বণ্টণ বন্ধ হবার আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না। মঙ্গলবার রাজশাহীর সকল সম্মানিত এজেন্ট ও হকার্স ইউনিয়নের নেতৃবৃন্দের যৌথসভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে এজেন্ট ও হকার্সের নেতৃবৃন্দ জানান, বাড়িতে বাড়িতে পত্রিকা দিতে গিয়ে কোন কোন বাড়ি মালিকের বিরূপ আচরণের শিকার হচ্ছেন পত্রিকা বিলিকারিরা। হকার্সদের বাড়ি বাড়ি যেতে হয় পত্রিকা দিতে। তারাও করোনার ঝুঁকিতেই থাকছেন। ব্যক্তি নিরাপত্তার জন্য তারা বাধ্য হয়েই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *