চারঘাটের মীরগঞ্জে অসহায় শতাধিক পরিবারের মাঝে বিজিবির খাদ্য বিতরণ

রাজশাহী লীড

চারঘাট প্রতিনিধি: দরিদ্র পরিবারের হাতে খাবার তুলে দিলেন বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সকালে মীরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে বিজিবির মীরগঞ্জ ক্যাম্পের সদস্যরা ৬টি গ্রামের অসহায়দের হাতে চাল, ডাল, তেলসহ নিত্যপণ্য সামগ্রী তুলে দেন।

বিজিবির সদস্যদের দেয়া খাবার পেয়ে চরম খুশি এলাকার শতাধিক পরিবারের অসহায় মানুষ গুলো। নিরাপদ দূরত্ব বজায় রেখে সকলকে স্কুল মাঠে সারিবদ্ধ ভাবে লাইনে বসিয়ে এসব খাবার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, হাবিলদার আলাউদ্দিন, হাবিলদার শফিউল আলম শফি, সিপাহী জোহায়ের আহম্মেদ প্রমুখ।

ত্রাণ বিতরণ শেষে নুর আমিন বলেন, বিজিবি সব সময়ই মানুষের কল্যাণে কাজ করে। বিজিবি সব সময়ই দেশের ক্লান্তিকালে মানুষের কল্যাণে মানুষের পাশে দাড়িয়েছে।

বর্তমান বাংলাদেশসহ গোটা বিশ্ব আজ ক্লান্তিকাল পার করছে। তাই আপনারা সরকারী সিদ্ধান্তকে অমান্য করে নিজেদের ক্ষতি ডেকে আনবেন না। আপনারা তিন ফিট দূরত্ব বজায় রেখে চলাচল করবেন। একান্ত জরুরী কাজ ছাড়া কেউ বের হবেন না।

নিজের ও পরিবারসহ পুরো সমাজ তথা দেশকে রক্ষা করতে প্রানঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে সকলেই সাবান দিয়ে ভালো করে হাত ধোবেন। পরিস্কার পরিছন্নতা বজায় রাখবেন। বেশী করে পানি ও ভিটামিন সি জাতীয় খাদ্য খাবেন।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *