রাজশাহী বোর্ডে পাসের হার ৯০.৩৭ শতাংশ,বেড়েছে জিপিএ-৫

লীড শিক্ষা

স্টাফ রিপোর্টার: রাজশাহী শিক্ষা বোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় ৯০ দশমিক ৩৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গতবার এই পাসের হার ছিল ৯১ দশমিক ৬৪ শতাংশ। এবার মোট জিপিএ-৫ পেয়েছে ২৬ হাজার ৭৪ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিল ২২ হাজার ৭৯৫ জন পরীক্ষার্থী। রাজশাহী শিক্ষা বোর্ডের প্রেরিত বিবরণীতে এই তথ্য জানানো হয়।

তবে এইবার রাজশাহী বোর্ডে পাসের হার গতবারের তুলনায় কিছুটা কমেছে। কিন্তু বেড়েছে জিপিএ-৫ এর সংখ্যা বেড়েছে।

এবছর রাজশাহী বোর্ডের অধীনে ২৬৫২টি স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ১ হাজার ২২৯ জন শিক্ষার্থী। এর মধ্যে পাশ করেছে ১ লাখ ৮০ হাজার ২০২ জন।

প্রকাশিত ফলাফলে জানা যায়, ছাত্রদের পাশের হার ৮৯ দশমিক ৩৭ শতাংশ। আর ছাত্রীদের পাশের হার ৯১ দশমিক ৪৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৫৪৬ জন ছাত্র। আর ছাত্রীরা জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৬২১ জন। চলতি বছর বোর্ডের অধীনে শতভাগ পাশ করেছে ৩০৮ টি স্কুলের পরীক্ষার্থীরা। তবে কোনো স্কুলে শূণ্য শতাংশ পাশ নেই।

চলতি বছরের ৩ ফেব্রæয়ারি শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। বোর্ডে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ১ হাজার ৮৬ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৪ হাজার ৪২৩ জন। আর ছাত্রী ৯৬ হাজার ৬৬৩ জন। বিভাগের আট জেলায় এবার ২৬০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *