কেউ অপরাধ করলে তাকে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় লীড

স্বদেশবাণী ডেস্ক: কেউ অপরাধ করলে তাকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে মোহাম্মদ ইরফান সেলিমের বিরুদ্ধে নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের বিষয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

সোমবার (২৬ অক্টোবর) ধানমন্ডির বাসায় সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘কেউ অপরাধ করলে তাকে আইনের আওতায় আনা হবে, সে যেই হোক। ‌সে জনপ্রনিধি হোক বা যেই হোক। আইনের মুখোমুখি হতেই হবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পরপরই তাকে গ্রেফতার করা হয়েছে।

 

স্ব:বা/না

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *