সিরিয়ায় ইসরাইলি যুদ্ধবিমানের হামলায় ৪০ জন নিহত

আন্তর্জাতিক লীড

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় ইসরাইলি যুদ্ধবিমানের হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। বুধবার সিরিয়ার পূর্বাঞ্চলে ইরান-সমর্থিত যোদ্ধাদের লক্ষ করে এ হামলা চালায় ইহুদিবাদী দেশটি।

সিরিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ সংস্থা সানা জানিয়েছে, ইরাক সীমান্তের নিকটস্থ শহর দেইর আল-জোর, মায়াদিন ও বুকামাল শহর এবং এর আশপাশে আক্রমণ চালানো হয়। তবে আর বিস্তারিত কিছু জানায়নি সংবাদ সংস্থাটি।বিরোধীদের যুদ্ধ পর্যবেক্ষণ করা একটি সংস্থার তথ্যমতে, হামলায় কয়েক ডজন যোদ্ধা নিহত ও আহত হয়েছেন।

সংস্থাটি বলছে, দেইর আর জোর ও ইরাক সীমান্তে অন্তত ১৮টি আক্রমণ করা হয় এবং অনেক অস্ত্র ব্যবহার করা হয়।

ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, হামলায় ৪০ জন মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে রয়েছেন ১৩ জন সিরিয়ার ও ৩১ জন ইরান সমর্থিত যোদ্ধা। হামলায় ৩৭ জন আহত হয় বলেও জানায় সংস্থাটি।

এ আক্রমণের ব্যাপারে খোঁজখবর রাখা একজন মার্কিন গোয়েন্দা কর্মকর্তা বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) বলেন, মার্কিন গোয়েন্দা সহায়তায়ই আক্রমণটি করা হয়েছে এবং টার্গেট করা হয়েছে ইরানি অস্ত্র সরবরাহের গুদামগুলোকে।

 

 

 

স্ব:বা/না

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *