বিশ্বে সুস্থ ২১ কোটি ৫৪ লাখ মানুষ

বিশেষ সংবাদ লীড
স্বদেশবাণী ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৮ লাখ ৬২ হাজার মানুষের। আক্রান্ত হয়েছেন ২৩ কোটি ৮৩ লাখের বেশি মানুষ। এর মাঝে ইতিবাচক খবর হচ্ছে ইতোমধ্যে ২১ কোটি ৬২ লাখের বেশি মানুষ করোনা থেকে সুস্থ হয়েছেন।
বিশ্বব্যাপী করোনাভাইরাসে প্রাণহানি ও অসুস্থদের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, রোববার সকাল সাড়ে ৬টা পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ৪৮ লাখ ৬২ হাজার ৩০৯ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ২৩ কোটি ৮৩ লাখ ২৭ হাজার ৩৪৮ জন মানুষ।
তবে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন অনেক মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্তের মধ্যে ২১ কোটি ৫৪ লাখ ৬০ হাজার ৮৮৪ জন সুস্থ হয়ে উঠেছেন।
২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। পরে ১১ মার্চ, ২০২০ সালে করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *