ট্রেনে শিশু যাত্রীদের কেক-চকলেট উপহার দিলেন মন্ত্রী

লীড

স্বদেশবাণী ডেস্ক : ট্রেনে ভ্রমণরত শিশুদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন উপলক্ষে এ উপহারসামগ্রী বিতরণ করা হয়।

সোমবার কমলাপুর রেলওয়ে স্টেশনে সকালে একতা এক্সপ্রেস ট্রেনে শিশু যাত্রীদের মাঝে রেলমন্ত্রী এ উপহারসামগ্রী বিতরণ করেন।

উপহারসামগ্রীর মধ্যে ছিল একটি কেক, একটি পেন্সিল, একটি কাটার, একটি রাবার, দুটি স্টিকার, কয়েক ধরনের চকলেট।

বিতরণ শেষে রেলমন্ত্রী উপস্থিত সাংবাদিকদের বলেন, অপরাধীরা শেখ রাসেলসহ ১৫ আগস্টে নৃশংস হত্যাকাণ্ড করে বীরদর্পে ঘুরে বেড়িয়েছে। শিশুদের উপহার দেওয়ার মাধ্যমে শিশু রাসেলের খুনিদের প্রতি ঘৃণা জানানো আমাদের উদ্দেশ্য। এছাড়াও শিশুদের উপহার দেওয়ার মাধ্যমে শেখ রাসেল সম্পর্কে জানার আগ্রহ তৈরি করাও আমাদের উদ্দেশ্য।

বিতরণ শেষে রেলমন্ত্রীসহ অন্যরা স্টেশনে মুজিববর্ষ উপলক্ষে দুটি কোচ দিয়ে বানানো মুক্তিযুদ্ধ ভ্রাম্যমাণ রেল জাদুঘর পরিদর্শন করেন।

এরআগে সকালে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধুর শহিদ পরিবারের সর্বকনিষ্ঠ শহীদ শেখ রাসেলে ৫৮তম জন্মদিন উপলক্ষে রেলভবনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন রেলমন্ত্রীসহ রেলের কর্মকর্তা-কর্মচারীররা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *