র্দীঘ ৮১ দিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

রাজনীতি লীড

স্বদেশবাণী ডেস্ক: র্দীঘ ৮১ দিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া। মঙ্গলবার সন্ধ্যায় সাড়ে সাতটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসার উদ্দেশে রওনা হোন তিনি।

এর আগে হাসপাতালে রাখলে করোনা সংক্রমণের ঝুঁকি রয়েছে বলেই খালেদা জিয়াকে আপাতত বাসায় পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন মেডিকেল বোর্ডের সদস্য ডা. ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিকী।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে যেকোনো সময় অবনতির আশঙ্কা করছে মেডিকেল বোর্ড। হাসপাতালে করোনা সংক্রমণের ঝুঁকি থাকায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান তিনি।

এসময় তিনি আরো বলেন, খালেদা জিয়ার বড় ধরনের রক্তপাতের সম্ভাবনা আপাতত নেই। সারাদেশে করোনা ও ওমিক্রন সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় তার সুরক্ষার স্বার্থে বাসায় চিকিৎসা চলবে।

টানা ২ মাস ১৯ দিনের চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরছেন তিনি। আজ সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হবে।

দীর্ঘদিনের চিকিৎসা শেষে বর্তমানে খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে সন্ধ্যায় এভার কেয়ার হাসপাতালে সংবাদ সম্মেলন করবেন তার মেডিকেল বোর্ড। এর আগে গত ১৩ নভেম্বর নানা শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি প্রধানকে। পরদিন শারীরিক অবস্থার অবনতি হলে করোনারি কেয়ার ইউনিটে নেয়া হয় তাকে।

গত ২৮ নভেম্বর খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্যরা সংবাদ সম্মেলনে জানান, খালেদা জিয়া লিভার সিরোসিসে আক্রান্ত। পাশাপাশি তার পরিপাকতন্ত্রে কয়েকবার রক্তক্ষরণ হওয়ায় শারীরিক ভাবে বেশ জটিল পরিস্থিতিতে পড়েন তিনি। জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়া দরকার বলেও নিশ্চিত করেন চিকিৎসকরা।

এছাড়াও ৭৬ বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। দুর্নীতির দুই মামলায় দণ্ডিত খালেদা জিয়াকে গত বছরের ২৫ মার্চ নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় সরকার। পরে কয়েক দফায় বাড়ানো হয় সাজা স্থগিতের মেয়াদ।

 

স্ব:বা/না

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *