সম্পাদকদের সাথে নিউজ নেটওয়ার্কের মতবিনিময়

গণমাধ্যম লীড

স্টাফ রিপোর্টার: সাংবাদিকদের ঝুঁকি ও নিরাপত্তা পরিকল্পনা বিষয়ে রাজশাহীর সম্পাদকদের সাথে মতিবিনিময় করেছে নিউজ নেটওয়ার্ক। মঙ্গলবার রাজশাহী পর্যটন মোটেলের সম্মেলন কক্ষে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে রাজশাহীর ১০ জন সম্পাদক অংশ নেন। বুধবারও এই মতবিনিময় অনুষ্ঠিত হবে।

আলোচনায় অংশ নেন নিউজ নেটওয়ার্কের সম্পাদক ও প্রধান নির্বাহী মো. শহিদুজ্জামান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোজাম্মেল হোসেন বকুল। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন প্রথম আলোর রাজশাহী অফিসের নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ।

অংশগ্রহণকারী সম্পাদকেরা হলেন- দৈনিক সানশাইনের সম্পাদক তসিকুল ইসলাম বকুল, দৈনিক সোনার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, সোনালী সংবাদের নির্বাহী সম্পাদক মাহমুদ জামাল কাদেরী, উত্তরা প্রতিদিনের সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ বাবলু, আমাদের রাজশাহীর সম্পাদক আফজাল হোসেন, রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবিব অপু, নতুন প্রভাতের ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল মাহবুব, বাংলার কথার সম্পাদক শ.ম সাজু, পদ্মাটাইমস টোয়েন্টিফোর ডটকম এর সম্পাদক বদরুল হাসান লিটন ও ইউনিভার্সাল টোয়েন্টিফোর নিউজের সম্পাদক জিয়াউল গণি সেলিম।

ইউরোপিয় ইউনিয়নের সহায়তায় গত ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত দুই ব্যাচে ঝুঁকি ও নিরাপত্তা বিষয়ে রাজশাহীর ৫০ জন সাংবাদিককে পাঁচ দিনের প্রশিক্ষণ দেয় নিউজ নেটওয়ার্ক। সেখানে পেশাগত জীবনে সাংবাদিকদের নানা ঝুঁকির কথা উঠে আসে। সেসব বিষয় নিয়েই সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করে নিউজ নেটওয়ার্ক। আজ দ্বিতীয় দিনের মতো মতবিনিময় অনুষ্ঠিত হবে।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *