জামিনে মুক্ত রাবি সাংবাদিক বাপ্পী

গণমাধ্যম রাজশাহী

স্বদেশ বাণী ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক শিক্ষকের বিরুদ্ধে হলে সিট বাণিজ্যের অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশের জেরে তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় গ্রেফতার যুগান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি  মানিক রায়হান বাপ্পীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৩০ নভেম্বর) জামিন আদেশ কারাগারে পৌঁছালে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার থেকে সন্ধ্যায় মুক্তি পান তিনি। এর আগে গত ২৬ নভেম্বর ঢাকাস্থ সাইবার ট্রাইবুনাল আদালত এ সাংবাদিকের জামিন মঞ্জুর করেন।

সাংবাদিকের আইনজীবী শেখ আলি আহমেদ খোকনের করা জামিন আবেদন শুনানির পর আগামী ১৩ জানুয়ারি মামলার পরবর্তী তারিখ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেন বিচারক আল শামস জগলুল।

প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর তথ্য প্রযুক্তি আইনে করা এক মামলায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেফতার হন বাপ্পী। হলের সিট বাণিজ্য নিয়ে সংবাদ প্রকাশের জেরে ২০১৫ সালে এ মামলা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক কাজি জাহিদুর রহমান।

মামলায় দৈনিক যুগান্তর সম্পাদক সাইফুল আলম ও স্থানীয় দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলীসহ আরো পাঁচ সাংবাদিককে আসামি করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *