সাংবাদিক আবু আনাসের মৃত্যু

গণমাধ্যম

স্বদেশবাণী ডেস্ক: ইংরেজি দৈনিক ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের ইকোনমিক এডিটর আবু আনাস হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী লাভলী বেগম। তিনি বলেন, ১৮ ফেব্রুয়ারি করোনাভাইরাসের টিকা নিয়েছিলেন আনাস। শারীরিকভাবে সুস্থই ছিলেন।  সুস্থ অবস্থায় রাতে ঘুমাতে গেলেন। সকালে হার্টঅ্যাটাক হয়।  মঙ্গলবার সকালে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

সাংবাদিক আবু আনাসের বয়স হয়েছিল ৪৫ বছর। এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি।

বাদ আসর পান্থপথে জামে মসজিদে জানাজা শেষে আবু আনাসকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে বলে জানান তার স্ত্রী।

দুই দশক ধরে সাংবাদিকতায় যুক্ত আবু আনাস একসময় ইংরেজি দৈনিক ইনডিপেনডেন্ট এবং নিউ নেশনেও কাজ করেছেন।

জলবায়ু পরিবর্তন বিষয়ে সাংবাদিকতার জন্য প্রথম বাংলাদেশি সাংবাদিক হিসেবে ২০১৯ সালে ‘প্রিন্স অ্যালবার্ট টু অব মোনাকো অ্যান্ড ইউএনসিএ’ পদক পান আবু আনাস।

তিনি জাতীয় প্রেসক্লাব এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সদস্য ছিলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *