সুটিংয়ের আড়ালে চলছে অসামাজিক কার্যকলাপ : আটক ৬

জাতীয়

স্বদেশ বাণী ডেস্ক: গাজীপুর সিটির পূবাইলের ভাদুন এলাকায় রিসোর্টের নামে চলছে দীর্ঘদিন ধরে অবৈধ অসামাজিক কার্যকলাপ। সুটিংয়ের আড়ালে চলে অসামাজিক কার্যকলাপ।

শনিবার রাত ১১টায় পূবাইল থানার এসআই দিদারুল আলম ৪১নং ওয়ার্ডের সাবেক পূবাইল ইউপি যুবদল সভাপতি হারুন উর রশীদের রিসোর্টসে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করে। রোববার দুপুরে গাজীপুর আদালতে তাদের পাঠানো হয়। আটকরা হল সাইফুল ইসলাম, রমজান, পার্থ হাওলাদার, খালেদা আক্তার, মৌ আক্তার ও হারুন সুটিং স্পট মালিক হারুন উর রশীদ।

খোঁজ নিয়ে জানা গেছে, সেখানে ভালো ভালো নাটকের সুটিং যেমন হয় তেমনি বেশির ভাগ সময় পাল্লা দিয়ে চলে অসামাজিক কাজ। দীর্ঘদিন ধরে সুটিং পিকনিকের নামে ১৫-১৬টি স্পটে অসামাজিক কাজ চালিয়ে আসছে দেদারে। ইতিমধ্যে পূবাইলে ১৫-১৬ রিসোর্টসের মধ্যে শাহিন, মেঘলা, আকাশ ভিলা, অরণ্যে বাস, পূবাইল রিসোর্টসসহ অনেক স্পটের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

দেশি-বিদেশি মদসহ উঠতি বয়সী মডেল-অভিনেত্রীসহ সহজেই মেলে বিভিন্ন প্রকার মাদক। তাই উঠতি বয়সের ছাত্রছাত্রী, তরুণ-তরুণীরা সামাজিক অবক্ষয়ে নষ্ট হওয়ার অভিযোগ তুলছেন অভিভাবকরা।

অনেক স্পটের রুম ভাড়া দৈনিক ৩ হাজার থেকে শুরু করে ২৫ হাজার পর্যন্ত। আবার ঘণ্টায় দেয়া হয় বিশেষ কারণে। নেই কোনো বৈধ অনুমোদন। তবুও ম্যানেজ করে চলছে অবৈধভাবে অবৈধ ব্যবসা। বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার সুটিং স্পট হয়ে উঠে আনন্দ মেলা। এ সময় গাড়ি পার্কিং তিল ধরার স্থান থাকে না। সূত্র: যুগান্তর।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *