নড়াইলে তিনতলা বিশিষ্ট মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি মুক্তি

জাতীয়

নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলা শহরে ১১ কোটি ৮০ লাখ ৫৬ হাজার টাকা ব্যয়ে তিনতলা বিশিষ্ট মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।

নড়াইল-১ আসনের সাংসদ কবিরুল হক মুক্তি প্রধান অতিথি হিসেবে মসজিদের উদ্বোধন করেন।

এ সময় জেলা প্রশাসক আঞ্জুমান আরা, নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো.আহসান হাবিব, নড়াইলের কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নাজমুল ইসলাম, নড়াইলের কালিয়া পৌর মেয়র মো. মুশফিকুর রহমানসহ গণ্যমান্য ব্যীক্তরা উপস্থিত ছিলেন।

অপরদিকে নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)’র উদ্যোগে, জেলা পুলিশের আযয়োজনে, নড়াইল সিটি কলেজের অধ্যাক্ষ মোঃ মনিরুজ্জামান মল্লিকের সভাপতিত্বে, আব্দুল হাই ডিগ্রি কলেজ কমিউনিটি পুলিশি ডে-২০১৯ উপলক্ষে, সামাজিক নিরাপত্তা সুরক্ষায় কমিউনিটি পুলিশের ভূমিকাই মুখ্য।

এ বিষযরে উপর বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম পিপিএম (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার), অতিরিক্ত পুলিশ সুপার জনাব শেখ ইমরান (সদর সার্কেল) নড়াইল সহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

সকলকে মাদক, জঙ্গি, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে একযোগে কাজ করার উদাত্ত আহ্বান জানান।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *