দক্ষিণ সুনামগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

জাতীয়

কাজী মোঃ জমিরুল ইসলাম মমতাজ (দক্ষিন সুনামগঞ্জ): “বঙ্গবন্ধুর দর্শন- সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় বর্ণাঢ্য আয়োজনে দক্ষিণ সুনামগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ে আয়োজনে ৪৮ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় সমবায় দিবস উপলক্ষে একটি র‌্যালী উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শান্তিগঞ্জস্থ এফআইভিডিবির হলরুমে র‌্যালী পরবর্তী আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ সফি উল্লার সভাপতিত্বে, স্বদেশ বহুমুখী সমবায় সমিতি লিঃ এর স¤পাদক ও প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আহমদ। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা শমসাদ বেগম, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, শিমুলবাক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক স¤পাদক ও নোয়াখালী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল বাছিত সুজন।

সভায় আরও বক্তব্য রাখেন আক্তাপাড়া (মিনা) বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ স¤পাদক মোশাহিদ আহমদ, উদয়ন সঞ্চয় ঋন সমবায় সমিতির সাধারণ স¤পাদক তফাজ্জুল হোসেন , ডুংরিয়া সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির সাধারণ স¤পাদক জহিরুল ইসলাম অমিত, কামরুপদলং মৎস্যজীবী সমিতির সাধারণ স¤পাদক আশরাফ আলী, গাগলী সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির সাধারণ স¤পাদক জুবেল আহমদ, শিবপুর গ্রাম উন্নয়ন সমিতির সাধারণ স¤পাদক দিলন আহমদ, আক্তাপাড়া গ্রাম উন্নয়ন সমিতির সাধারণ স¤পাদক সদরুল ইসলাম প্রমুখ। আলোচনা সভার পরবর্তীতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় সমিতিকে সম্মাননা প্রদান করা হয়।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *