প্রধানমন্ত্রীর নির্দেশ বিতর্কিতদের সব কমিটি থেকে বাদ দিতে হবে: কাদের

জাতীয়

স্বদেশ বাণী ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নেত্রী (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) শুদ্ধি অভিযানের প্রেক্ষাপটে দলের যে কোনো শাখার বিতর্কিত ব্যক্তিদের বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন। তাই দলের বিতর্কিত ও খারাপ ব্যক্তিদের সব কমিটি থেকে বাদ দিতে হবে।

রোববার (১০ নভেম্বর) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতাদের এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

ওবায়দুল কাদের বলেন, আমাদের আওয়ামী লীগ কোনো ছোটো দল নয়, এটি অনেক বড় একটি দল, ভেতরে অনেক সমস্যা রয়েছে। কিন্তু নেত্রীর আহ্বানে সাড়া দিয়ে দলের মধ্যে যদি কোনো সমস্যা থাকে, তা আমরা সমাধান করবো। এ কারণে শুদ্ধি অভিযানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বিতর্কিত ব্যক্তিদের দল থেকে বাদ দিয়ে দিতে হবে।

বাবরি মসজিদ নিয়ে ভারতীয় সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, এটি ভারতের উচ্চ আদালতের রায়, যা তাদের অভ্যন্তরীণ বিষয়। আমরা কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর প্রয়োজন মনে করি না। সূত্র: পূর্বপশ্চিমবিডি।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *